রহমত ডেস্ক 15 September, 2022 05:24 PM
টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হিসেবে হিন্দু ধর্মাবলম্বীকে নিযুক্ত করার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা ছরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।
আজ (১৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো প্রচার সচিব আব্দুল্লাহ আল মাসউদ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এই প্রতিবাদ জানান।
নেতৃদ্বয় বলেন, মাদরাসা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, ইসলাম ধর্মের তাহজিব তামাদ্দুন ও কুরআন হাদিস ফিকাহ তথা ইসলাম ধর্মীয় নানাবিধ চর্চার কেন্দ্র। এখানে একজন ভিন্ন ধর্মাবলম্বীকে প্রিন্সিপাল নিয়োগ দেয়া জাতির সাথে রসিকতা ছাড়া কিছুই নয়। এ ধরনের অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত প্রত্যাহার করে যথাযথ সিদ্ধান্ত নেয়ার দাবি জানিয়ে নেতৃদ্বয় মাদরাসা শিক্ষা বোর্ডকে আরও সতর্ক থাকার আহবান জানান।