মূল পাতা আন্তর্জাতিক বিকট শব্দ শুনে ঘরে গিয়ে দেখা গেল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে নেহা
আন্তর্জাতিক ডেস্ক 14 September, 2022 03:36 PM
ফের মোবাইল বিস্ফোরণে মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার প্রাণ গেল আট মাসের দুগ্ধশিশুর। ভারতের উত্তরপ্রদেশের বারেলি জেলায় ঘটেছে মর্মান্তিক এ ঘটনা।
ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনোমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের বারেলির বাসিন্দা কুসুম কাশ্যপ। তিনি তার আট মাসের শিশু নেহা কাশ্যপের পাশে একটি কি-প্যাড তথা ফিচার ফোন চার্জে দিয়েছিলেন। ওই ঘরে আরেক মেয়ে নন্দিনীও ছিল।
চার্জের এক পর্যায়ে বিকট শব্দে মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়। নন্দিনী কেঁদে উঠলে সবাই ওই ঘরে গিয়ে দেখতে পান নেহা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাড়াতাড়ি করে তাকে নিকটবর্তী হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
স্থানীয় পুলিশ জানায়, নেহা কাশ্যপের বাবা সুনীল কুমার কাশ্যপ শ্রমিকের কাজ করেন, মা কুসুম কাশ্যপ বাড়িতেই থাকেন। তবে যে বাড়িতে তারা থাকেন সেটি পুরোপুরি প্রস্তুত হয়নি। সেখানে সোলার ও বড় ব্যাটারির সাহায্যে তারা ঘরের বাতি জালানো থেকে শুরু করে মোবাইল চার্জ সবই করতেন। এ থেকেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।