| |
               

মূল পাতা সারাদেশ জেলা ২৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক


২৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক


ওসমান হারুনী, জামালপুর প্রতিনিধি     11 September, 2022     08:55 PM    


জামালপুরের মেলান্দহের দীর্ঘ ২৭ বছর পর সুরুজ (৭০) হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব।

 শনিবার (১০ সেপ্টেম্বর) বিকালে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মিরপুর থেকে তাকে আটকের পর আসামীকে ওই রাতেই মেলান্দহ থানায় পুলিশে সোপর্দ করে। আটককৃত আসামি উপজেলার কোনামালা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আজিজুল হক (৬৫)।

মেলান্দহ থানা সূত্র জানায়- ১৯৯০সালে পারিবারিক কলহের জেরে আসামি তার প্রতিবেশী সুরুজকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে বাদীপক্ষ মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। (মামলা নং-২(ক)১৯৯০, দ.বি.৩০২ধারা)।

মেলান্দহ থানার সহকারী পুলিশ পরিদর্শক আলামিন জানান-হত্যা মামলার পর থেকেই আসামি পলাতক ছিলেন। ১৯৯০সালে মামলার পর ১৯৯৫সালে মামলাটির রায় হলে আসামীর নামে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। দীর্ঘ ২৭ বছর পর র‌্যাবের সহযোগিতায় আসামিকে আটক করা হয়।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মো.দেলোয়ার হোসেন জানান-আটকের পর আসামীকে আদালতে পাঠানো হয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ জামালপুর মেলান্দহ