| |
               

মূল পাতা জাতীয় সরকার সীমান্তে পড়া মিয়ানমারের গোলা নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী


সীমান্তে পড়া মিয়ানমারের গোলা নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী


রহমত ডেস্ক     04 September, 2022     07:56 PM    


মিয়ানমারের যুদ্ধবিমান থেকে দুটি গোলা বাংলাদেশ সীমান্তের জিরোপয়েন্টে পড়ার ঘটনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত হচ্ছে এবং ওই সংঘাতের কারণে আমাদের এখানে বোমা পড়েছে।

রোববার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর ভারত সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মোমেন বলেন, আমরা মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছিলাম। তাকে আমাদের উদ্বেগের কথা এবং প্রতিবাদ জানিয়েছি। ওরা বলেছে, এর পেছনে খারাপ উদ্দেশ্য নেই। তারা আমাদের উসকানি দিচ্ছে না। হঠাৎ করে আমাদের দিকে পড়ে গেছে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভয় হলো অত্যাচারিত লোকগুলো আবারও যদি আমাদের দেশে ঢোকার চেষ্টা করে। বর্ডার গার্ড এবং নিরাপত্তা বাহিনীকে সতর্ক করেছি, যাতে কেউ এখানে না আসতে পারে।

এই ঘটনায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট বিকেল ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা দুটি মর্টার শেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষজ্ঞ দল সেগুলো নিষ্ক্রিয় করে।