মূল পাতা আন্তর্জাতিক নেশায় আসক্তদের ৮০ শতাংশই আত্মহত্যা করেছে
আন্তর্জাতিক ডেস্ক 04 September, 2022 10:46 AM
নেশার কবলে পড়ে ভারতের পাঁচ রাজ্য আত্মহত্যা করেছে প্রায় ৮০ শতাংশ নেশায় আসক্তরা। ২০১৫ সাল থেকে ভারতে নেশার কবলে পড়ে আত্মহত্যার তালিকায় শীর্ষে রয়েছে মুম্বাই। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক। মহারাষ্ট্র এবং কর্নাটক ছাড়াও এই তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ, কেরালা ও তামিলনাড়ু।
২০২০ সালে শুধুমাত্র নেশায় আসক্ত হয়ে এই রাজ্যগুলোতে আত্মহত্যা করে প্রায় ৮০ শতাংশ। সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদন এমন তথ্য জানিয়েছে ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো’-র (এনসিআরবি) । বেশ কয়েক বছরের সমীক্ষা একত্রিত করে ‘এনসিআরবি’ প্রতিবেদনটি প্রকাশ করেছে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বেশ কয়েকটি রাজ্য মদ্যপানে আসক্ত। নেশা থেকে নিজেকে মুক্ত করতে না পেরে, ২০২০ সালে প্রতি ২৪ ঘণ্টায় ২৯ জন মানুষ আত্মহত্যা করেছে। প্রতি বছর মদ খেয়ে এ দুর্ঘটনার শিকার হন অনেক মানুষ। এই সংখ্যাও খুব বেশি কম নয়।
এনসিআরবির সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২১ সালে প্রতি ১০ লাখে দেশটিতে ১২০ জনের মৃত্যুর কারণ আত্মহত্যা। করোনাকালীন সময়ে বেকারত্ব, সম্পর্কের অবনতি, অবসাদ— এমন কয়েকটি কারণকে আত্মহত্যার জন্য দায়ী করা হয়েছিল।
২০২০ সালে ভারতে মোট আত্মহত্যার সংখ্যা প্রায় দেড় লাখের বেশি। এর মধ্যে মাদক, অ্যালকোহলের মতো সামগ্রীতে আসক্তের সংখ্যা ছিল প্রায় ৬ শতাংশ।
শুধু ভারত নয়, সারাবিশ্বে মাত্রাতিরিক্ত মাদকাসক্তদের মধ্যে ২৭ শতাংশই অল্প বয়সী। কম বয়সে কাজের চাপ, ব্যক্তিগত জীবন নিয়ে জটিলতা, উচ্চাকাঙ্ক্ষা পূরণ না হওয়া, সব মিলিয়ে অবসাদ গ্রাস করছে তাদের। সেই অবসাদ থেকে বেরিয়ে আসতে মদককেই বেছে নিচ্ছেন তারা। এনসিআরবির এই গবেষণা ভারতের সামনে নেশায় আসক্তদের আত্মহত্যার প্রবণতাকে কিভাবে বাড়ছে সেটাই দেখিয়ে দিলো। নিউজ২৪।