রহমত ডেস্ক 01 September, 2022 08:30 PM
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৬ জন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ১৪৩ জন ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৭৮১ জন ভর্তি রয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ৬ হাজার ৩৫৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৫৪ জন। মারা গেছেন ২২ জন।
উল্লেখ্য, ২০২১ সালে দেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে ১০৫ জনের মৃত্যু হয়।