মূল পাতা শিক্ষাঙ্গন ছাত্রীকে শাসন করায় শিক্ষককে লাঞ্ছনা, প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
রহমত ডেস্ক 25 August, 2022 05:01 PM
জামালপুরে এক অভিভাবক কর্তৃক সহকারী প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে ক্লাস বর্জন করে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে মেলান্দহ উপজেলার ফুলকোচা উচ্চ বিদ্যালয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গতকাল বুধবার বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম দশম শ্রেণির এক ছাত্রীকে মৌখিকভাবে শাসন করেন। এতে ওই শিক্ষার্থীর বাবা স্থানীয় পল্লী চিকিৎসক গোলাম মোস্তফা ক্ষিপ্ত হয়ে ওইদিনই স্কুল চলাকালীন সময়ে অন্যান্য শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সামনে শিক্ষক মো. শফিকুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
মানববন্ধনে শিক্ষককে লাঞ্ছিত করায় ওই অভিভাবকের শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানায় শিক্ষার্থীরা।