রহমত ডেস্ক 11 August, 2022 12:43 PM
এখনই তেলের দাম কমানো সম্ভব না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমলেও ডলারের দাম বাড়ার কারণে এখনই তেলের দাম কমানো সম্ভব না। তবে খুব শীঘ্রই দাম সমন্বয় করা হবে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সচিবালয়ে কেবিনেট মিটিং শেষে বাণিজ্যমন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী আশ্বস্ত করে বলেন, ট্যারিফ কমিশন বিষয়টি দেখছে। খুব শীঘ্রই দাম সমন্বয় করা হবে। তিনি আরও বলেন, জ্বালানী তেলের ক্ষেত্রে দাম বাড়ানোর পরেও প্রতিবেশী দেশের তুলনায় এখন জ্বালানি তেলের দাম এখানে কম।
মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় জিনিসপত্রের যে পরিমাণ দাম বেড়েছে সেটা তুলনামূলক অনেক বেশি। পরিবহন সেক্টরকে এই বিষয়ে নজরদারি দেয়া উচিত।