মূল পাতা জাতীয় নির্বাচন কমিশন রবিবার থেকে ইসি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ বসছে
রহমত ডেস্ক 16 July, 2022 02:22 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরি এবং কর্মপন্থা ঠিক করতে রাজনৈতিক দলগুলোর সাথে কাল থেকে সংলাপে বসছে নির্বাচন কমিশন। এরইমধ্যে নিবন্ধিত ৩৯ রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। লক্ষ্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। তাই ১৭ থেকে ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সাথে সংলাপে বসছে নির্বাচন কমিশন। প্রতিদিন ৪টি দলের সাথে সংলাপ করবে ইসি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ, কর্মপন্থা এবং সমস্যাগুলো চিহ্নিত করে উত্তরণের পথ বের করতে চায় কমিশন। এর আগে ইভিএমের কারিগরি দিক নিয়ে আলোচনা করেছে ইসি। সেখানেও অংশ নেয়নি বিএনপিসহ ১২টি দল।
নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, বিএনপি আসতে না চাইলেও রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। বিশেষ পরিস্থিতিতে বিশেষ বিশেষ কিছু ব্যবস্থা নিতে হয়। সেক্ষেত্রে ওনাদের পরামর্শ গ্রহণ এবং সেগুলোর মধ্যে কমিশনের পক্ষ থেকে যেগুলো বাস্তবায়নযোগ্য সেগুলো করা। যেগুলো বাস্তবায়ন করা আমাদের মধ্যে পড়ে না সেগুলোর ব্যাপারে ওনাদের অনুরোধ করা যে, এগুলো তো আমাদের পর্যায়ে নয়, যে ফোরামে বলা প্রয়োজন সেই ফোরামে যেন তারা বলেন। সব দলকেই সংলাপে অংশ নেয়ার আহ্বান ইসির। তবে কেউ না আসলে নির্বাচনের আগ পর্যন্ত আলোচনার দরজা খোলা থাকছে। এখন পর্যন্ত ওনারা আসতে যাচ্ছেন না। হয়তো এমনও হতে পারে যে না ঠিক আছে এই আলোচনায় আমরা যাই। আবার নাও আসতে পারেন। আলাপ-আলোচনার মাধ্যমে যে রোডম্যাপটা তৈরি করবো সেটা শেয়ার করার জন্য আবারও ওনাদের আমন্ত্রণ করবো।