| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন ৭ কলেজে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা


৭ কলেজে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা


রহমত ডেস্ক     15 July, 2022     09:22 PM    


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২ আগস্ট শুরু হয়ে ২৬ আগস্ট পর্যন্ত চলবে। কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। আজ (১৫ জুলাই) শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ আগস্ট (শুক্রবার) বিজ্ঞান ইউনিট, ১৯ আগস্ট (শুক্রবার) কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২৬ আগস্ট (শুক্রবার) বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য জানতে collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে। ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন শুক্রবার (১৫ জুলাই) থেকে শুরু হয়েছে। যা ৩১ জুলাই পর্যন্ত চলবে। এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। সরকারি সাতটি কলেজে মোট ২২ হাজার ৩৪০টি আসনে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।