রহমত ডেস্ক 14 July, 2022 10:01 PM
পটুয়াখালীতে পূর্ণিমার কারণে জোয়ারের প্রভাবে স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বেড়েছে। এতে পৌর শহরের বেশকিছু এলাকাসহ অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় গবাদিপশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। প্রায় ২০ হাজার মানুষ দুর্ভোগে রয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে সরেজমিন দেখা গেছে, জোয়ারের প্রভাবে জেলার রাঙ্গাবালী, কলাপাড়া, দশমিনা, গলাচিপা, বাউফল ও মির্জাগঞ্জ উপজেলার ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করছে। এতে ৩০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া জেলার বেড়িবাঁধের বাইরে বসবাসরত অনেকের ঘরবাড়ি তলিয়ে গেছে। দফায় দফায় জোয়ারে পানিবন্দি হয়ে পড়েছে জেলার প্রায় ২০ হাজার মানুষ। তলিয়ে গেছে শত শত হেক্টর ফসলি জমি। ভেসে গেছে বেশকিছু ঘের ও পুকুরের মাছ। এতে বড় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।
পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাইছার আলম বলেন, পায়রা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে আজ দুপুরে ২৭ সেন্টিমিটার পানি বেড়েছে এখন বর্ষাকাল, এতে পূর্ণিমার ও অমাবস্যার সময় এরকম পানি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। লালুয়া ইউনিয়নে বেড়িবাঁধের কাজ মূলত পায়রা বন্দর কর্তৃপক্ষের করার কথা ছিল। কিন্তু তারা করেনি, এখন আমরা করবো।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: বরিশাল পটুয়াখালী পটুয়াখালী সদর