মূল পাতা আন্তর্জাতিক উপমহাদেশ অবশেষে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া
আন্তর্জাতিক ডেস্ক 14 July, 2022 09:32 PM
অবশেষে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনেওয়ের কাছে তিনি ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। এর আগে মালদ্বীপ থেকে সৌদি এয়ারলাইনসের একটি প্লেনে সিঙ্গাপুরে পৌঁছান গোতাবায়া। সঙ্গে স্ত্রী ও দুই দেহরক্ষী রয়েছেন।
সিঙ্গাপুরের সরকার জানিয়েছে, একটি ব্যক্তিগত ভিসায় তাকে এখানে ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছে। তবে গোতাবায়া সিঙ্গাপুরেই থাকবেন নাকি অন্য কোথাও যাবেন সে বিষয়টি এখনো পরিষ্কার নয়।
গত মঙ্গলবার রাতে নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণ-আন্দোলনের মুখে একটি সামরিক প্লেনে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া। কিন্তু গোতাবায়া মালদ্বীপে গেলে সে দেশে বসবাসরত শ্রীলঙ্কার বাসিন্দারা বিক্ষোভ দেখান। মালদ্বীপে আশ্রয় না দেওয়ার দাবি জানান তারা।
গতকাল রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে গোতাবায়াদের মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ থেকে তারা সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে ওঠা থেকে বিরত থাকেন। গোতাবায়া, তার স্ত্রী ও দুই দেহরক্ষী ব্যক্তিগত উড়োজাহাজে সিঙ্গাপুরে যাওয়ার পরিকল্পনা করছেন বলে খবর বের হয়। শেষ পর্যন্ত তারা সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে মালদ্বীপ ছাড়েন।
এদিকে, দেশ ছেড়ে পালালেও এখনও পদত্যাগ করেননি প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বিক্ষোভকারীরা এখনও গোতাবায়ার পদত্যাগের অপেক্ষা করছেন। এ অবস্থায় রাজধানী কলম্বোতে কারফিউ জারি রয়েছে। সহিংসতা ঠেকাতে রাস্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে।