রহমত ডেস্ক 10 July, 2022 06:12 PM
ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি আওতাধীন এলাকা থেকে ৮০ শতাংশ কোরবানি বর্জ্য অপসারণ করা হয়েছে। এছাড়া ১১টি ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ হয়েছে।
আজ (১০ জুলাই) রবিবার বিকালে বিষয়টি নিশ্চিত করে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মোকবুল হোসাইন বলেন, আজ কোরবানি শেষ হওয়ার পর থেকে বিকেলে ৪টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৮০ শতাংশ বর্জ্য ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। এছাড়া ১১টি ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। এই ওয়ার্ডগুলো হলো, ৬, ১৩, ১৯, ২৫, ৩১, ৪৪, ৪৫, ৪৬, ৫২, ৫৩ এবং ৫৪।
এদিকে ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে নিয়ন্ত্রণ কক্ষ বা কন্ট্রোল রুম চালু রেখেছে ডিএনসিসি। যে কোনো সমস্যায় কন্ট্রোল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। কন্ট্রোল রুম নম্বর ১৬১০৬, ০৯৬০-২২২২৩৩৩ এবং ০২-৫৫০৫২০৮৪। কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছিলেন, কোরবানির বর্জ্য অপসারণের জন্য ১০ হাজার কর্মী এবং ৬০০ বর্জ্যবাহী গাড়ি মাঠে কাজ করছে। আশা করছি ১২ ঘণ্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণ করতে পারব।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা উত্তরা পূর্ব