| |
               

মূল পাতা রাজনীতি ঈদুল আযহা আমাদের ধৈর্য ও ভালোবাসার শিক্ষা দেয় : জিএম কাদের


ঈদুল আযহা আমাদের ধৈর্য ও ভালোবাসার শিক্ষা দেয় : জিএম কাদের


রহমত ডেস্ক     08 July, 2022     02:27 PM    


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমরা যেন প্রতীকী পশুর সঙ্গে অন্তরের পশুত্বকেও কোরবানি দিতে পারি। ঈদুল আযহা আমাদের ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসার শিক্ষা দেয়। আজ (৮ জুলাই) শুক্রবার ঈদুল আযহা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, মহান ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনে আমি বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি।কল্যাণময় সমাজ গঠনে পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখতে সবার এগিয়ে আসা জরুরি। দেশ ও মানুষের ভাগ্য উন্নয়ন এবং অধিকার রক্ষার আন্দোলনে ইতিবাচক অবস্থান নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।