| |
               

মূল পাতা সারাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের টাকা নিয়ে সংঘর্ষ; নিহত ১


ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের টাকা নিয়ে সংঘর্ষ; নিহত ১


রহমত ডেস্ক     07 July, 2022     09:27 AM    


ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামে মসজিদের টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রশিদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৬ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ রসুলপুর গ্রামের বাসিন্দা ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার মেয়ে জামাই।

বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, রাতে এশার নামাজ শেষে মসজিদের টাকার হিসাব নিয়ে মসজিদ কমিটির সভাপতি ওমেদ আলী ও সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার সঙ্গে গ্রামের অন্য মুসল্লিদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মসজিদ কমিটির নেতাদের সঙ্গে মারামারিতে জড়ান মুসল্লিরা। এতে গুরুতর আহত হয় আব্দুর রশিদ। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। পরবর্তী সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া সরাইল