| |
               

মূল পাতা জাতীয় সৌদি আরব পৌঁছেছেন ৫৩ হাজার ৩৬৭ জন হজযাত্রী


সৌদি আরব পৌঁছেছেন ৫৩ হাজার ৩৬৭ জন হজযাত্রী


রহমত ডেস্ক     03 July, 2022     10:15 AM    


সৌদি আরবে গত বুধবার (২৯ জুন) জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ পরিপ্রেক্ষিতে ২০২২ সালের পবিত্র হজ পালিত হবে আগামী ৮ জুলাই। চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত (৩ জুলাই রাত ২টা) ৫৩ হাজার ৩৬৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪৯ হাজার ৫৬৫ জন। 
 
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।  বুলেটিনে জানানো হয়, মোট ১৬৭টি ফ্লাইটে সৌদি গেছেন হজযাত্রীরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮২টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৫৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০টি।

এদিকে বাংলাদেশিদের মধ্যে সৌদি আরবে হজ করতে গিয়ে এ পর্যন্ত মোট ১১ জনের মৃত্যু হয়েছে।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই আর শেষ হবে ৪ আগস্ট।