রহমত ডেস্ক 03 July, 2022 10:08 AM
সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের দেওয়া বক্তব্যকে ‘মিথ্যাচার’ দাবি করে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এসময় তারা পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করে।
শনিবার (২ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে মন্ত্রীর পদত্যাগ চান সংগঠনটির নেতারা। বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ, সনাতন সংগঠনসহ বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের সদস্যরা সমাবেশে অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নিমচন্দ্র ভৌমিক, ঊষাতন তালুকদার, নির্মল রোজারিও, শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক অরুণ কুমার গোস্বামী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দ্র নাথ পোদ্দার প্রমুখ। তারা সব ধরনের নির্যাতন-নিপীড়নের অবসান এবং সাম্প্রদায়িক দুর্বৃত্তদের আইনের আওতায় এনে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
সমাবেশ থেকে ১৬ জুলাই বিকেল তিনটায় সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।