| |
               

মূল পাতা সারাদেশ জামালপুরে যমুনার পানি বিপদসীমার উপরে


বন্যা কবলিত ইসলামপুর ডেবরাইপেচ সরকারি প্রাথমিক বিদ্যালয় / ওসমান হারুনী

জামালপুরে যমুনার পানি বিপদসীমার উপরে


ওসমান হারুনী     18 June, 2022     11:05 PM    


জামালপুরে পাহাড়ি ঢল-বর্ষণে বন্যার পানি হুহু করে বৃদ্ধি পাচ্ছে। যমুনার পানি শনিবার বিকালে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদ সীমার ১৮সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

জেলার ইসলামপুর,দেওয়ানগঞ্জ,বকশিগঞ্জ ও মেলান্দহ ও সরিষাবাড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছে প্রায় ৩০ হাজার মানুষ। তলিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা,পানিবন্ধি হয়ে পড়েছে বাড়ি-ঘর। দেওয়ানগঞ্জে প্রধান সড়ক বন্যার পানির স্রোতে বিলীন হয়েছে। জেলার ইসলামপুর উপজেলার পশ্চিমাঞ্চলের ৬টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এদিকে শুক্রবার (১৭ জুন) পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে দেওয়ানগঞ্জ-খোলাবাড়ি সড়কের মণ্ডল বাজার এলাকায় সড়কের ২০ মিটার ভেঙে গেছে। এতে উপজেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জরুরি প্রয়োজনে ঝুঁকি নিয়ে ডিঙ্গি নৌকায় পারাপার হচ্ছে মানুষ। এতে দুর্ভোগ পোহাচ্ছেন জেলার প্রায় ২০ হাজার মানুষ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ জামালপুর জামালপুর সদর