| |
               

মূল পাতা সারাদেশ ‘সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির সক্ষমতা প্রশ্নবিদ্ধ’


‘সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির সক্ষমতা প্রশ্নবিদ্ধ’


রহমত ডেস্ক     14 June, 2022     10:36 AM    


ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের প্রথম নির্বাচন কুমিল্লা সিটি কর্পোরেশন। কুমিল্লা সিটি নির্বাচন প্রসঙ্গে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বর্তমান নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সোমবার (১৩ জুন) কুমিল্লা সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখার প্রার্থী মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরীর গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় প্রার্থী ছাড়াও দলের কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা নূর হোসাইন, মাওলানা এনামুল হক মজুমদার, মাওলানা শাহজাহান রহমতপুরী, কাজী মাওলানা শামসুল হক, রবিউল ইসলাম, মাওলানা খালেদ সাইফুল্লাহসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে কুমিল্লা-৬ আসনের এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহারকে তার নির্বাচনী এলাকা ত্যাগ করাতে ব্যর্থ হয়ে প্রমাণ করেছেন দলীয় সরকারের অর্ধীনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এমন ব্যর্থতার পরেও দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে আজও সিইসি’র দেয়া বক্তব্য দুঃখজনক। বর্তমান নির্বাচন কমিশনারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কতটুকু সম্ভব হবে তা পর্যায়ক্রমে স্পষ্ট হয়ে উঠবে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম কুমিল্লা কুমিল্লা সদর