| |
               

মূল পাতা রাজনীতি ‘ভারতকে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাইতে হবে’


ভারতে মহানবীকে অবমাননার প্রতিবাদে রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

‘ভারতকে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাইতে হবে’


রহমত ডেস্ক     10 June, 2022     04:43 PM    


খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ভারতের শাসকদলের নেতা-নেত্রীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হেয় করে যে বক্তব্য দিয়েছে তা বিশ্বের ২০০ কোটি মুসলমানের হৃদয়ে আঘাত হেনেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননার জন্য ভারতকে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে হবে। ভারতের মুসলমানদের নাগরিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে ভারতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবমাননার প্রতিবাদ জানাতে হবে।

আজ (১০ জুন) শুক্রবার বাদ জুম্মা পল্টন মোড়ে কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি-বিজেপির নেতাদের মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা’আলা আনহা সম্পর্কে কটূক্তির প্রতিবাদে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষিাভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশের পূর্বে ভারতের বিজেপি মুখপাত্র কর্তৃক মহানবীর শাণে অবমাননাকর বক্তব্যেল প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে এক বিরাট বিক্ষোভ মিছিল পল্টন মোড়, বিজয়নগর ঘুরে সমাবেশ স্থলে আসে। সমাবেশ শেষে নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবেশন করেন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দাবানল শিল্পীগোষ্ঠীর সদস্যবৃন্দ।

ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ডা. রিফাত মালিকের সভাপতিত্বে ও দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হক, ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা সাইফ উদ্দিন আহমদদ খন্দকার, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারী জেনারেল বিলাল আহমদ চৌধুরী প্রমুখ।

উপস্থিত ছিলেন শ্রমিক মজলিস সভাপতি হাজী নূর হোসেন, ঢাকা মহানগরী উত্তরের সহসভাপতি খন্দকার সাহাব উদ্দিন আহমদ, দক্ষিণের সহসভাপতি মোঃ জহিরুল ইসলাম, মুহাম্মদ জিল্লুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, এইচএম হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, শ্রমিক মজলিসের সহ সভাপতি আমীর আীল হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, মাওলানা খালেদ সানোয়ার প্রমুখ।