রহমত ডেস্ক 08 June, 2022 01:32 PM
সাবেক প্রতিমন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদের জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ (০৮ জুন) বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার জজ কোর্ট থেকে তিনি জামিন পান। বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ সাবেক প্রতিমন্ত্রী ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ মে চান্দিনায় রেদোয়ান আহমেদ কলেজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে এলডিপি। কলেজ শাখা ছাত্রলীগও একই স্থানে কর্মসূচির ডাক দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বেলা আড়াইটার দিকে রেদোয়ান আহমেদ কলেজ এলাকায় গাড়ি নিয়ে যান। এ সময় রেদোয়ানের গাড়ি লক্ষ্য করে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা–কর্মী ও উপস্থিত কর্মীরা তরমুজের টুকরা ছোড়েন। তখন রেদোয়ান আহমেদ গাড়িতে থাকা লাইসেন্স করা শটগান বের করে গুলি করেন। এতে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার হাতে ও কৃষক লীগের এক নেতার পায়ে গুলি লাগে। এরপর রেদোয়ান চান্দিনা থানায় আশ্রয় নেন।
এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য কাজী আখলাকুর রহমান বাদী হয়ে রেদোয়ান আহমেদকে প্রধান আসামি করে ১৯ জনের নামে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়।