রহমত ডেস্ক 07 June, 2022 07:37 AM
রাজধানীর বছিলা আবাসিক এলাকার ১০ নম্বর রোডের একটি জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আগুনে জুতা কারখানার একজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও জানা যায়নি। তবে জুতার কারখানায় অগ্নিকাণ্ডের কারণে ওই কারখানার আশপাশে প্রচন্ড দুর্গন্ধের সৃষ্টি হয়েছে।
আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্তব্যরত কর্মকর্তা মাসুদ রানা।
সোমবার (৬ জুন) রাত সাড়ে ১০টার পর ওই জুতার কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তৎপরতায় এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে।
আবাসিক এলাকায় জুতার কারখানা এখনও কীভাবে রয়েছে- এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অগ্নিকাণ্ডের কারণে ওই কারখানার আশপাশে প্রচন্ড দুর্গন্ধের সৃষ্টি হয়েছিল। কারখানায় রাখা চামড়া জাতীয় পণ্য পুড়েছে, সে কারণেই ধোঁয়ার কালো কুণ্ডলির সৃষ্টি হয় বলে জানান স্থানীয়রা।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা মোহাম্মদপুর