মূল পাতা আন্তর্জাতিক উপমহাদেশ কানপুরে মহানবীকে নিয়ে মন্তব্যের জেরে সহিংসতা; গ্রেফতার ৩৬
আন্তর্জাতিক ডেস্ক 04 June, 2022 06:07 PM
ভারতের উত্তর প্রদেশের কানপুরে বিজেপির মুখপাত্র নূপুর শর্মার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্যের পর সেখানে সহিংসতার ঘটনা ঘটেছে। শুক্রবারের এই সহিংসতায় জড়িত সন্দেহে ইতোমধ্যে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
দেশটির কর্মকর্তারা বলেছেন, শুক্রবার কানপুরে সংঘর্ষে পুলিশের ১৩ কর্মকর্তা ও উভয়পক্ষের ৩০ জন আহত হন। ভিডিও ক্লিপ দেখে সহিংসতায় জড়িতদের শনাক্তের পর গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে এখন পর্যন্ত তিনটি এফআইআর দায়ের করা হয়েছে।
উত্তর প্রদেশ পুলিশ কমিশনার বিজয় সিং মীনা বলেন, ভিডিও দেখে আরও লোকজনকে শনাক্ত করা হচ্ছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে গ্যাংস্টার আইনে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্প্রতি জ্ঞানবাপি মসজিদ ইস্যুতে এক সংবাদ বিতর্কে অংশ নিয়ে ভারতীয় জনতা পার্টি-বিজেপির মুখপাত্র নূপুর শর্মা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। তার মন্তব্যের প্রতিবাদে একপক্ষ স্থানীয় বাজার বন্ধ করার আহ্বান জানালে অপরপক্ষ পাল্টা অবস্থান নেয়। শুক্রবার জুমার নামাজের পর দুই পক্ষের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পরস্পরকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে।
মীনা সিং বলেন, শুক্রবার দুপুরের দিকে ৫০ থেকে ১০০ জনের মতো তরুণ হঠাৎ করে রাস্তায় নেমে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া শুরু করেন। তখন অন্যপক্ষ বিরোধিতা করেন। এর এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। সেই সময় প্রায় আট থেকে দশজন পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা লোকজনকে শান্ত করার চেষ্টা করেন এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ কক্ষে খবর দেওয়া হয় এবং আমিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই।