রহমত ডেস্ক 29 May, 2022 08:29 AM
কুমিল্লায় একটি সয়াবিন তেলবাহী লরির পেছনের অংশ দুর্ঘটনায় ফেটে সড়কে তেল পড়ার ঘটনা ঘটেছে। ফাটল দিয়ে তেল বেরিয়ে এলে, তা সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন স্থানীয়রা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চান্দিনার উপজেলার কুরছাপ এলাকায় রোববার (২৯ মে) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, চান্দিনা উপজেলার এলে লরি থেকে তেল পড়তে থাকে। প্রায় ৬/৭ কিলোমিটার সামনে কুরছাপ এলাকায় গিয়ে চালক জানতে পারে গাড়ি ধাক্কায় লরির পেছনের অংশ ফেটে তেল পড়ছে।
এসময় খবর পেয়ে তেল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন শতাধিক স্থানীয় নারী-পুরুষ। মহাসড়ক থেকে মুছে তেল সংগ্রহ করতে দেখা গেছে অনেককে।
স্থানীয় ফরেজ আহমেদ জানান, মহাসড়কে সয়াবিন তেল পড়ে পিচ্ছিল হয়ে পড়ায় অন্তত চারজন বাইক আরোহী পড়ে যান। এতে তারা সামান্য আহত হয়েছেন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মাসুদ আলম বলেন, ‘দুর্ঘটনাকবলিত লরি সরিয়ে মহাসড়কের পাশে রাখা হয়েছে। বিকল্প ব্যবস্থায় তেল সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। চালক ও হেল্পার পালিয়ে গেছে।’