রহমত ডেস্ক 29 May, 2022 08:07 PM
পাকিস্তানে বসবাসরত বাঙালি মুসলমানদের অবিলম্বে পুনর্বাসন এবং সে দেশের জাতীয় পরিচয়পত্র প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশি বিহারি পুনর্বাসন সংসদ-বিবিআরএ।
রবিবার (২৯ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশি বিহারি পুনর্বাসন সংসদের কেন্দ্রীয় সভাপতি মো. কাওসার পারভেজ ভুলু।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টিতে বাঙালি মুসলমানের অবদান বেশি। তারপরও পাকিস্তানে বাংলা ভাষাভাষী বাঙালি মুসলমানরা অবহেলিত ও উপেক্ষিত। আজও সেখানে বাঙালি মুসলমানদের ঘুষ দিয়ে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সংগ্রহ করতে হয়। বাঙালি মুসলমানদের দুর্দশা লাঘবে পাকিস্তান সরকার ও জনগণকে এগিয়ে আসতে হবে। ২০০৩, ২০০৬ ও ২০০৮ সালে বিহারি ক্যাম্পে বসবাসরত উর্দুভাষী বিহারিদের বাংলাদেশ সরকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এ জন্য সরকার ও দেশের প্রতি আমরা কৃতজ্ঞ। একইভাবে পাকিস্তান সরকারকে অনুরোধ সেখানে আটকে পড়া বাঙালিদেরও যেন আমাদের মতো সুযোগ-সুবিধা দেওয়া হয়।