এ বি সিদ্দীক 20 May, 2022 08:51 PM
বিশ্বজয়ী হাফেজ গড়ায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন উস্তাযুল হুফফাজ শায়খ আব্দুল হক। বৃহস্পতিবার (১৯ মে) রাতে রাজধানী ঢাকার আগারগাঁওস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত আড়ম্বরপূর্ণ জমকালো এক অনুষ্ঠানে তাকে সম্মাননা দেয়া হয়।
শায়খ আব্দুল হকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এ সময় উপস্থিত ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান, ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মােল্লা ও ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু। দেশবরেণ্য ওলামায়ে কেরামদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতী রুহুল আমিন, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুহতামিম মাওলানা ইয়াহিয়া , হাইআতুল উলয়ার কো চেয়ারম্যান মাওলানা সাজিদুর রহমান, জাতীয় মুফতি বোর্ডের মহাসচিব মুফতী দিলাওয়ার হুসাইন, লেখক ও গবেষক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, ইসলামবাগ মাদরাসার মুহতামিম মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও মিরপুর জামিউল উলুমের মুহতামিম মাওলানা আবুল বাশার নোমানী প্রমুখ।
অনুষ্ঠানে বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরীম, হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া, হাফেজ সাইফুর রহমান ত্বকী, অন্ধ হাফেজ তানভীর, হাফেজ নাহিয়ান হাসান ও বিশ্বজয়ী শিশু ক্বারী আবু রায়হান প্রমূখকে সংবর্ধনা দেয়া হয়।
এছাড়া বাংলাদেশে ইসলামী সঙ্গীত প্রচারে বিশেষ অবদান রাখায় ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা গ্রহণ করেন কলরবের নির্বাহী পরিচালক সাঈদ আহমাদ, যুগ্ম নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান, কলরবের সিনিয়র শিল্পী আবু রায়হান, ইয়াসিন হায়দার, হোসাইন আদনান ও তাওহীদ জামীলসহ কলরবের শিল্পীবৃন্দ।