রহমত ডেস্ক 19 May, 2022 08:38 AM
চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা যাওয়ার পথে বঙ্গোপসাগরে দুর্ঘটনার কবলে পড়েছে এক হাজার ৬শ টন গম বোঝাই লাইটার জাহাজ ‘এমভি তামিম’। এসব গমের মূল্য প্রায় ৬ কোটি ৬৪ লাখ টাকা। নিরাপদে উদ্ধার করা হয়েছে জাহাজে থাকা ১২ নাবিককে।
বুধবার (১৮ মে) বিকাল ৩টার দিকে জাহাজটি লক্ষ্মীপুরে রামগতি পাইলট বিচের তিল্লারচর এলাকায় ডুবে যায় বলে নিশ্চিত করেছেন এমভি তামিম পরিচালানাকারী প্রতিষ্ঠান সমতা শিপিং কর্তৃপক্ষ।
জানা যায়, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ ‘এমভি প্রোফেল গ্রেস’ থেকে প্রায় ১ হাজার ৬০০ টন গম বোঝাই করে ঢাকার নাবিল অটো ফ্লাওয়ার মিলের উদ্দেশে যাত্রা শুরু করেছিল জাহাজটি। দুর্ঘটনার পর জাহাজটির ১২ জন নাবিককে অপর একটি জাহাজ উদ্ধার করেছে।
জাহাজ কর্তৃপক্ষ জানায়, চলার পথে পানির নিচে অদৃশ্য বস্তুর সঙ্গে লেগে জাহাজের সামনের হেজ ফেটে যায়। এ সময় হেজে পানি ঢুকে যায়। পরে মাঝের ও সামনের হেজেও পানি ঢুকে জাহাজটি ডুবে যায়।