| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন কর্মকর্তাদের অবহেলায় উইপোকা খেলো শতশত শিক্ষার্থীর সার্টিফিকেট


কর্মকর্তাদের অবহেলায় উইপোকা খেলো শতশত শিক্ষার্থীর সার্টিফিকেট


রহমত ডেস্ক     14 May, 2022     12:19 PM    


চাঁদপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অবহেলায় শতশত সার্টিফিকেট উইপোকায় খেয়ে ফেলেছে। এ নিয়ে শিক্ষার্থীদের প্রচণ্ড ক্ষোভ মাঝে দেখা দিয়েছে। তবে ভুক্তভোগী শিক্ষার্থীরা যেন হয়রানি ছাড়াই সার্টিফিকেট পায় সে বিষয়ে উদ্যোগ নেয়ার কথা জানালেন শিক্ষাকর্মকতা।

১৯৮৫ সাল থেকে ২০১৬ পর্যন্ত এসএসসি পাশ করা অনেকেরই সনদ জমা ছিল চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ে। অনেকের জেএসসি সার্টিফিকেটও জমা ছিল। সব নষ্ট হয়ে যাওয়ার খবরে অনেকেই এসে খুঁজছেন নিজের সনদ। না পেয়ে ক্ষুব্ধ 
হয়েছেন তারা।

ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল ইসলাম রাজা দাবি করেন, সাবেক প্রধান শিক্ষকের সময়েই নষ্ট হয়েছে অবিলিকৃত বেশিরভাগ সার্টিফিকেট। উইয়ে খাওয়া অনেক সার্টিফিকেট আর মার্কসিট পুড়িয়েও ফেলা হয়েছিল বলে জানান তিনি।

এদিকে চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা গিয়াসউদ্দিন পাটওয়ারী বললেন, শিক্ষার্থীরা যেন হয়রানির ছাড়াই সার্টিফিকেট পেতে পারে, সে বিষয়ে উদ্যোগ নেয়া হবে।