মূল পাতা শিক্ষাঙ্গন গাজীপুরের শ্রীপুরে মাদানী নিসাবের বিশ্বস্ত প্রতিষ্ঠান আহলে সুফফাহ মাদরাসা
এবি সিদ্দীক 08 May, 2022 10:16 AM
গাজীপুরের শ্রীপুরে তরুণ আলেম মুফতী আবদুল্লাহ আদিল কাসেমী পরিচালিত মাদানী নেসাবের বিশ্বস্ত প্রতিষ্ঠান আহলে সুফফাহ মাদরাসা। আপনার প্রিয় সন্তানকে যোগ্য আলেম ও শুদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে নিশ্চিন্তে দিতে পারেন এই প্রতিষ্ঠানে। মাদরাসার ১ম বর্ষ (মীযান) ও ২য় বর্ষে (নাহবেমীর) ভর্তি চলবে আগামী ১৩ই মে শুক্রবার পর্যন্ত। ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত হয়ে ভর্তির কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে মাদরাসা কতৃপক্ষ।
ভর্তির নিয়মাবলী:
১. ভর্তির সময় ছাত্রের সাথে অভিভাবক উপস্থিত থাকতে হবে।
২. ভর্তি ফরম সংগ্রহ করে তা শুদ্ধভাবে পরিপূর্ণরূপে পূরণ করতে হবে। কোনাে ধরনের কালার কলম বা ফুইট ব্যবহার করা যাবেনা।
৩. দুই কপি পাসপাের্ট সাইজের ছবি, অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি এবং অভিভাবকের আইডির ফটোকপি জমা দিতে হবে।
৪. ভর্তি ফি ফরম ব্যতীত ৪০০০/-চার হাজার টাকা।
৫. ভর্তির সময় ভর্তির পূর্ণ টাকা পরিশােধ করতে হবে।
৬. মাসিক খাবার বাবদ ২৫০০/-টাকা।
৭. মাসিক টিউশন ফি ২০০০/-টাকা। মাসিক খরচ মোট: ৪৫০০/-টাকা।
(অসচ্ছলদের জন্য আলোচনা সাপেক্ষে খরচ নির্ধারণ করা হবে)। যোগাযোগ: ০১৯৪০৭৪৪৬৫৫ (মুহতামিম)।