| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন আযাদ দ্বীনী এদারার ফল প্রকাশ; পাশের হার ৭৫.১৩


আযাদ দ্বীনী এদারার ফল প্রকাশ; পাশের হার ৭৫.১৩


জামিল আহমদ     01 May, 2022     02:26 PM    


আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশের ৮২ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবারের পাশের হার ৭৫ দশমিক ১৩ শতাংশ। এবারের সর্বমোট ১৬৯৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মোট পাশ করেছে, ১২৪১৪ জন। পাশের হার ৭৫.১৩%, মুমতায ২৭৮৭ জন, জায়্যিদ জিদ্দান ৩৭৩৩ জন, জায়্যিদ ২২৮৩ জন, মকবুল ৩৬১১ জন।

আজ (১ মে) রবিবার দুপুর ১২ টায় সিলেট সোবহানীঘাস্থ এদারা ভবনে এদারার সভাপতি মাওলানা জিয়া উদ্দিনের পক্ষে  ফলাফল ঘোষণা করেন বোর্ডের মহাসচিব মাওলানা আব্দুল বছীর। এসময় উপস্থিত ছিলেন, বোর্ডের নাযিমে ইমতেহান শায়খ মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক, সহকারী নাযিমে ইমতেহান মাওলানা ইউসুফ খাদিমানী ও মাওলানা সৈয়দ আব্দুর রহমান, রচনা ও প্রকাশনা সম্পাদকহাফিয মাওলানা ফখরুয্যামান প্রমুখ।

এদারার ওয়েব সাইটে https://azaddiniadarah.com/result/2022/ ফলাফল প্রকাশিত হয়েছে। প্রত্যেক পরীক্ষার্থী রোল নম্বরের মাধ্যমে নিজ নিজ ফলাফল জানতে পারবে। মাদরাসার সকল পরীক্ষার্থীর ফলাফল একসাথে মারহালা ভিত্তিক পিডিএফ ফাইলে প্রদান করা হয়েছে।

এক নজরে মারহালাভিত্তিক ফলাফল

ফযীলত মারাহালা পুরুষ : মোট পরীক্ষার্থী ১০৯৭ জন। পাশের হার-৮১.৯৮% মুমতায ৬৯ জন। জায়িদ জিদ্দান ৩১২ জন। জায়্যিদ ২৩৬ জন। মাকবুল ২৬৬ জন। রাসিব ১৯৪ জন। অনুপস্থিত ২০। মহিলা : মোট পরীক্ষার্থী ৮৩৭ জন। পাশের হার-৭৪.৬৬% মুমতায ৫ জন। জায়িদ জিদ্দান ১২৩ জন। জায়্যিদ ১৯৬ জন। মাকবুল ২৮৩ জন। রাসিব ২০৬ জন। অনুপস্থিত ২৪।


সানাবিয়্যা উলইয়া মারাহালা : পুরুষ : মোট পরীক্ষার্থী ১০৫৬ জন। পাশের হার-৮৩.১৩% মুমতায ১৩৫ জন। জায়িদ জিদ্দান ৩২৪ জন। জায়্যিদ ১৬৯ জন। মাকবুল ২২৫ জন। রাসিব ১৭৩ জন। অনুপস্থিত ৩০। মহিলা : মোট পরীক্ষার্থী ৬৫০ জন। পাশের হার-৮৩.৫৪% মুমতায ১৮ জন। জায়িদ জিদ্দান ১৭২ জন। জায়্যিদ ১৪৮ জন। মাকবুল ১৮০ জন। রাসিব ১০৪ জন। অনুপস্থিত ১৮।


 সানাবিয়্যা আম্মাহ পুরুষ : মোট পরীক্ষার্থী ১০৮৯ জন। পাশের হার-৮৫.৪১% মুমতায ৮৩  জন। জায়িদ জিদ্দান ৩৬০ জন। জায়্যিদ ২৪৭ জন। মাকবুল ২১২ জন। রাসিব ১৫৪ জন। অনুপস্থিত ৩৩।


মুতাওয়াসসিতাহ পুরুষ : মোট পরীক্ষার্থী ১৪২৮ জন। পাশের হার-৭৬.৬৩% মুমতায ১৭৭ জন। জায়িদ জিদ্দান ৩৫০ জন। জায়্যিদ ২২৭জন। মাকবুল ৩২২ জন। রাসিব ৩২৮ জন। অনুপস্থিত ২৪।  মহিলা : মোট পরীক্ষার্থী  ৮৩৭  জন। পাশের হার-৮৩.৫৪% মুমতায ১০ জন। জায়িদ জিদ্দান ১২১ জন। জায়্যিদ ১৪২ জন। মাকবুল ২৮৫ জন। রাসিব ৪০৪ জন। অনুপস্থিত ২০।


ইবতেদাইয়্যাহ পুরুষ : মোট পরীক্ষার্থী ৪৭৯৪ জন। পাশের হার-৭৫.১৫% মুমতায ২৭১ জন। জায়িদ জিদ্দান ৯০১ জন। জায়্যিদ ৬২০ জন। মাকবুল ১৭৩৯ জন। রাসিব ৩৫৩১ জন। অনুপস্থিত ৯৬। তাহফীযুল কুরআন : মোট পরীক্ষার্থী ১৩৯৭ জন। পাশের হার-৮৭.৫% মুমতায ৫৪০ জন। জায়িদ জিদ্দান ৪৫০ জন। জায়্যিদ ১২৮ জন। মাকবুল ৭৯ জন। রাসিব ১৭১ জন। অনুপস্থিত ২৯।