| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব মসজিদে নববির ঘটনায় ইমরান খানকে গ্রেফতার করা হবে : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী


মসজিদে নববির ঘটনায় ইমরান খানকে গ্রেফতার করা হবে : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী


মুসলিম বিশ্ব ডেস্ক     01 May, 2022     03:45 PM    


মসজিদে নববির ঘটনায় ইমরান খানকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। তিনি বলেন, মদিনার মসজিদে নববি সফরকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার প্রতিনিধিদলের বিরুদ্ধে স্লোগান দেয়ায় হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হবে। খবর জিও নিউজের।

রোববার (০১ মে) এক বিবৃতিতে ইমরান খানকে 'ফিতনা' হিসেবে অভিহিত করে সানাউল্লাহ বলেন, তাদের ওই কাজের জন্য কোনোভাবেই ক্ষমা করা হবে না। ইমরান খানকে অবশ্যই গ্রেফতার করা হবে।

তিনি আরো বলেন, কোনো নাগরিক এ ঘটনায় পদক্ষেপ নিতে এগিয়ে এলে কোনো বাধা দেয়া হবে না। পবিত্র মসজিদে পিএমএল-এন নেতাদের হয়রানি পূর্বপরিকল্পিতভাবে করা হয়েছিল। রওজা-ইরাসুলের পবিত্রতা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মামলা না করার কোনো যুক্তি নেই।

উল্লেখ্য, গত সপ্তাহে সৌদি আরবের একপর্যায়ে মসজিদে নববিতে মহানবী সা.-এর রওজা জেয়ারতকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার সফরসঙ্গীদের উদ্দেশে 'চোর, চোর' স্লোগান দেয় ওমরারত পাকিস্তানিরা। এ ঘটনায় ইতোমধ্যেই বেশ কয়েকজন গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ।