| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব নতুন ৪ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ফিলিস্তিনের হামাস


হামাসের নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা

নতুন ৪ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ফিলিস্তিনের হামাস


মুসলিম বিশ্ব ডেস্ক     15 April, 2022     11:39 AM    


ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস চারটি নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ফিলিস্তিনের তথ্য কেন্দ্র জানিয়েছে, সামরিক শক্তি জোরদারের অংশ হিসেবে গাজার পানি সীমায় এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

এ ধরণের পরীক্ষার মাধ্যমে হামাস তাদের ক্ষেপণাস্ত্রগুলোর আঘাতের সক্ষমতা আরও নিখুঁত করতে চায় বলে জানা গেছে। অধিকৃত অঞ্চলে দখলদারদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের মধ্যেই এই পরীক্ষা চালালো হামাস।

এর আগে হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য জাহের জাবারিন বলেছেন, রমজান মাসে মসজিদুল আকসায় হামলার ইসরাইলি ষড়যন্ত্র রুখতে প্রতিরোধ সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রতিরোধ সংগ্রামীরা তাদের শক্তি ও অস্ত্র শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত করেছে জানিয়ে তিনি বলেন, প্রতিরোধ সংগঠনগুলো এখন টানা ছয় মাস ধরে লড়াই করার অবস্থায় পৌঁছে গেছে।

রমজান মাসের শুরু থেকে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা ও চাপ বাড়িয়ে দিয়েছে। তবে ফিলিস্তিনি সংগ্রামীরাও থেমে নেই। তারা দখলদারদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে।

-পার্সটুডে