| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক


মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক


মুসলিম বিশ্ব ডেস্ক     30 March, 2022     10:07 PM    


মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। 

বুধবার (৩০ মার্চ) ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসময় মাহাথির মোহাম্মদের স্ত্রী ড. সিতি হাসমার উপস্থিত ছিলেন।

এতে বলা হয়, মালয়েশিয়ায় ও অন্যান্য দেশে অধ্যাপক ইউনূসের কাজের অগ্রগতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। ড. মাহাথির ও তার স্ত্রী নোবেল বিজয়ী ড. ইউনূসের ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা কার্যক্রমের শক্তিশালী অনুরাগী।

বৈঠকে ড. ইউনূসের কাছে মাহাথির মোহাম্মদ জানতে চান, তরুণদেরকে উদ্যোক্তায় পরিণত করতে কী ধরনের উদ্যোগ নেওয়া যায়। প্রফেসর ইউনূসের ক্ষুদ্রঋণ আন্দোলনে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো উৎসাহী ভূমিকা পালন করতে পারে।

এছাড়া তারা ইউক্রেন যুদ্ধ থেকে উদ্ভূত বৈশ্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। তারা বিশ্বব্যাপী তরুণদেরকে কীভাবে সব ধরনের যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা যায় এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তরিকভাবে আলোচনায় বসতে সব পক্ষের ওপর চাপ সৃষ্টি নিয়েও আলোচনা করেন।