রহমত ডেস্ক 28 March, 2022 05:28 PM
প্রশাসনের অনুরোধ এবং ঢাকার যানজটের কথা চিন্তা করে জাতীয় মহাসমাবেশের তারিখ পরিবর্তন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশ হওয়ার কথা ছিলো।
সোমবার (২৮ মার্চ) এক সংবাদ সম্মলনে এ তথ্য জানান ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, মহাসমাবেশটি ৩১ মার্চ বৃহস্পতিবারের পরিবর্তে ১ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হবে। এসময় তিনি মহাসমাবেশ সফল করতে প্রশাসনসহ সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা সিলেবাসে ধর্মীয়শিক্ষা সংকোচন বন্ধ, ইসলাম, দেশ ও মানবতাবিরোধী মদের বিধিমালা বাতিল, স্বাধীনতার মূল লক্ষ্য -সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনে ইসলামী হুকুমত কায়েমের লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ কর্মসূচি ঘোষণা করেন।