| |
               

মূল পাতা সারাদেশ টানা ৪১ দিন তাকবিরে উলার সাথে নামাজ পড়ে পুরস্কার পেল ১২ কিশোর


টানা ৪১ দিন তাকবিরে উলার সাথে নামাজ পড়ে পুরস্কার পেল ১২ কিশোর


রহমত ডেস্ক     27 March, 2022     08:59 PM    


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে টানা ৪১ দিন তাকবিরে উলার সাথে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ১২ জন কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন- কাজী সুমন, কাজী সিফাত, কাজী নজরুল ইসলাম, কাজী রোহান, জুনায়েদ, রায়হান, কাইয়ুম, সাজ্জাদ ও সিহাব।

আজ (২৭ মার্চ) রবিবার ১২ কিশোরের হাতে সাইকেল, ঘড়ি, ধর্মীয় বইসহ নানা পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দারুস সালাম মাদরাসা মিরপুরের প্রিন্সিপাল  হাফেজ মাওলানা আবদুল কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা। উপস্থিত ছিলেন, নানাখী কওমিয়া মাদরাসার মুহতামিম মুফতী শরিফুজ্জামান, মাওলানা শেখ সাদী, মাওলানা ক্বারী ইব্রাহীম, মাওলানা দাউদুর রহমান, মাওলানা আব্দুর রহমান, মাওলানা মোহাম্মদুল্লা মাহমুদ, মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের গুলনগর গ্রামের হাজি তোফাজ্জল হোসেন মূলত কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করতেই এ ঘোষণা দেন। কোমলমতি এ কিশোরদের নামাজে আগ্রহী করতেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। শুরুতে অনেক কিশোর এ প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে টানা ৪১ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়ে সক্ষম হয় ১২ জন। আজ সেই ১২ জনকে অনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়।

গুলনগর জামে মসজিদের ইমাম মোসলেম মিয়া জানান, ঘোষণার পর থেকে অনেক কিশোর মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা শুরু করে। তারা ঠিক মতো নামাজ আদায় করছে কিনা তা হিসার রাখার জন্য প্রতি ওয়াক্ত নামাজের পর হাজিরা নেওয়া হতো। যদি কেউ কোনো ওয়াক্তে অনুপস্থিত থাকত তখন তার গণনা বন্ধ করে দেওয়া হতো। এভাবে নিয়মিত যাচাই-বাছাই ও হাজিরার ভিত্তিতে সর্বশেষ ১২ জন বিজয়ী হয়। প্রতিযোগীতা চলাকালীন তাদের শুধু নামাজই পড়ানো হয়নি। বরং সঠিকভাবে নামাজ শিক্ষা ও নামাজ সম্পর্কে জরুরি মাসয়ালাও শেখানো হয়েছে। সেই সঙ্গে তালিম-তরবিয়ত এবং নামাজের প্রতি মানুষকে আহ্বানের পাশাপাশি দ্বীনি ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়া হয়।

এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে স্থানীয়রা বলেন, এ কার্যক্রম বাচ্চাদের নামাজের প্রতি আগ্রহী করে তুলেছে। আমরা বিষয়টি কিছু দিন ধরে লক্ষ্য করছি যে, ছেলেরা নামাজে নিয়মিত আসছে। তাদের পদচারণায় মসজিদ সব সময় মুখরিত থাকত।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা নারায়ণগঞ্জ সোনারগাঁ