| |
               

মূল পাতা আন্তর্জাতিক ছেঁড়া জিন্স পরে যাওয়া যাবে না কলেজে


ছেঁড়া জিন্স পরে যাওয়া যাবে না কলেজে


আন্তর্জাতিক ডেস্ক     27 March, 2022     06:55 AM    


কৃত্রিমভাবে ছেঁড়া কোনো পোশাক পরে কলেজে যাওয়া যাবে না নির্দেশনা দিয়ে শিক্ষার্থী ও কর্মীদের উদ্দেশ্য বিজ্ঞপ্তি জারি করেছেন কলকাতার আচার্য জগদীশচন্দ্র বসু কলেজ কর্তৃপক্ষ।

জানা গেছে, আচার্য জগদীশচন্দ্র বসু কলেজের বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ‘কৃত্রিম ভাবে ছেঁড়া’ জিন্স প্যান্টের প্রসঙ্গ। নির্দেশ অমান্য করে ছাত্রছাত্রীদের কেউ এমন পোশাক পরে এলে তাকে ‘ট্রান্সফার সার্টিফিকেট’ (টিসি) দেওয়া হবে বলেও উল্লেখ রয়েছে নির্দেশিকায়।

এই ধরণের ছেঁড়া জিন্সকে মূলত রুচিবিরুদ্ধ বলে উল্লেখ করা হয়েছে। আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজের প্যাডে লেখা ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, ছাত্রছাত্রী ও স্টাফেরা কেউ ছেঁড়া পোশাক, কৃত্রিমভাবে ছেঁড়া পোশাক ও বিশেষভাবে ছেঁড়া প্যান্ট পরে কলেজে আসতে পারবেন না। এটা আমাদের কাছে অশালীন বলে মনে হয়েছে।

সূত্র, আনন্দবাজার পত্রিকা