নিজস্ব প্রতিনিধি 24 March, 2022 07:44 AM
গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের জোর দাবি জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি। আবার গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করাটা কোনোভাবে বোধ গম্য নয়। মানুষের কষ্টের কথা ভাবুন, মানুষ যাতে কমদামে জিনিসপত্র কিনতে পারে সে ব্যবস্থা নিন। মানুষের কষ্ট হয় এমন প্রস্তাব বাদ দিন।
বুধবার (২৩ মার্চ) বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলার জাজিরা থানার উদ্যোগে আয়োজিত উলামা ও সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাওলানা জালালুদ্দীন বলেন, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি ও টেন্ডারবাজি চলছে। দুর্নীতি ও টেন্ডারবাজি বন্ধ না করলে সমাজ ও রাষ্ট্রে বিপর্যয় নেমে আসবে।
তিনি আরও বলেন, মানুষের তৈরি বিধান দিয়ে মানুষের শান্তি ও মুক্তি সম্ভব নয়। শান্তি ও মুক্তি পেতে হলে আল্লাহর জমিন আল্লাহর বিধান দ্বারায় পরিচালিত করতে হবে। তিনি প্রতিটি মানুষের কাছে খেলাফতের দাওয়াত পৌছিয়ে দিতে দলীয় নেতা কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।