| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইউক্রেনে নিহতের নতুন তথ্য জানালো জাতিসংঘ


ইউক্রেনে নিহতের নতুন তথ্য জানালো জাতিসংঘ


আন্তর্জাতিক ডেস্ক     20 March, 2022     12:03 PM    


রুশ বাহিনীর হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৮৪৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। শনিবার (১৯ মার্চ) জাতিসংঘের হিউম্যান রাইটস অফিস (ওএইচসিএইচআর) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে ১৮ মার্চ পর্যন্ত কমপক্ষে ৮৪৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ হাজার ৩৯৯ জন।

ওএইচসিএইচআর জানিয়েছে, বেশিরভাগ হতাহতের ঘটনা ভারী কামান, রকেট সিস্টেম, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায়  বিস্ফোরক অস্ত্র ব্যবহারের মাধ্যমে ঘটেছে।

উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করে ইউক্রেন। এ নিয়েই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।

দুই দেশের চলমান এই যুদ্ধের কারণে ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৩ লাখ মানুষ। যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৪ হাজার ৪০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

সূত্র: এবিসি নিউজ