মফস্বল ডেস্ক 19 March, 2022 07:16 AM
মুন্সিগঞ্জ সদরে আগুনে ধান-চালের গুদামসহ ২০টি দোকান অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে বিনোদপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিনোদনপুর বাজারের একটি দোকানে আগুন জ্বলে উঠে। মুহূর্তে সে আগুন ছড়িয়ে পরে পার্শ্ববর্তী বাকি দোকান ও ধান-চালের গুদামে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট স্থানীয়দের সহায়তায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে পুড়ে যায় ধান-চালের গুদামসহ ২০টি দোকান। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও বড় অংকের আর্থিক ক্ষয়ক্ষতির আশংকা করছে ক্ষতিগ্রস্ত দোকান ও গুদাম মালিকরা।
এ বিষয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু ইউসুফ জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ সদর