| |
               

মূল পাতা রাজনীতি ‘কর্নাটক হাইকোর্টের রায় ধর্মীয় অধিকারের উপর চরম আঘাত’


‘কর্নাটক হাইকোর্টের রায় ধর্মীয় অধিকারের উপর চরম আঘাত’


রহমত ডেস্ক     17 March, 2022     03:12 PM    


সম্প্রতি ভারতের কর্নাটক হাইকোর্ট মুসলিম ছাত্রীদের হিযাব পরার অধিকার খারিজ করে দিয়ে যে রায় দিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সে রায় বাতিলের দাবী জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

আজ (১৭ মার্চ) বৃহস্পতিবার বিকালে দলের সহ- প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় এ প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় বলেন, হিযাব নিয়ে কর্নাটক হাইকোর্টের রায় ইসলামের সাথে সাংঘর্ষিক ও মুসলমানদের ধর্মীয় অধিকারের উপর চরম আঘাত। শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেসকোডের নামে মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় বিধান হিযার নিষিদ্ধের অধিকার কোন কোর্টের থাকতে পারে না। কার্নাটক রাজ্যের হিযাব বিরোধী এ রায় মূলত: ভারতে মুসলমানদের ধর্মীয় অধিকার খর্ব করার আরেকটি পদক্ষেপ। মুসলমানদের ধর্মীয় অধিকার ক্ষুন্নকারী কোন পদক্ষেপই গ্রহনযোগ্য নয়। অবিলম্বে কর্নাটক হাইকোর্টের হিযাব বিরোধী এ রায় বাতিল করতে হবে। মুসলিম ছাত্রীদের হিযাব পরিধানের অধিকারসহ মুসলমানদের সকল ধর্মীয় বিধিবিধান পালনের স্বাধীনতা দিতে হবে।