মূল পাতা আন্তর্জাতিক রুশ হামলায় ইউক্রেনে ৬৩৬ বেসামরিক নিহত : জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক 15 March, 2022 10:40 AM
রাশিয়ার সেনাবাহিনীর হামলায় ইউক্রেনে এ পর্যন্ত অন্তত ৬৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সোমবার (১৪ মার্চ) জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণে, সেইসাথে রাজধানী কিয়েভের আশেপাশের অঞ্চলগুলিতে রাশিয়ার আক্রমণের দিকে মনোযোগ বিশ্বের। ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রাণকেন্দ্রে একটি আবাসিক ভবনে গোলাবর্ষণ করে রুশ বাহিনী। এতে ধসে পড়ে ৯ তলা ভবন। এরপরও ব্যাপকভাবে চলছে রুশবাহিনীর গুলিবর্ষণ।
রুশ অভিযান শুরুর পর এ পর্যন্ত প্রায় ২৫ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে। তারা প্রতিবেশি বিভিন্ন রাষ্ট্রে আশ্রয় নিয়েছে। রুশ এই সামরিক অভিযান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে দ্রুততম শরণার্থী সংকট সৃষ্টি করেছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর।
এদিকে, রুশ-ইউক্রেন দ্বন্দ্ব নিরসনের চতুর্থ দফার বৈঠক গতকাল সোমবার কোন সফলতা ছাড়াই শেষ হয়েছে। আজ মঙ্গলবার রাশিয়ান ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে আবারও আলোচনার কথা রয়েছে।