মফস্বল ডেস্ক 14 March, 2022 08:08 AM
রাঙামাটিতে দেশি বন্দুকসহ সম্ভু লাল চাকমা (৫২) এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার (১৩ মার্চ) সদর উপজেলার মগবান ইউনিয়নের দুর্গম গড়খুজ্জাছড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জনসংহতি সমিতি সন্তু লামরা গ্রুপের সদস্য।
পুলিশ জানায়, গড়কুজ্জাছড়ি এলাকায় একদল সন্ত্রাসী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। সেখান থেকে সম্ভু লাল চাকমা নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়িতে অভিযান চলিয়ে একটি দেশি বন্দুক, এক রাউন্ড গুলি, সাতটি দা, দুইটি আইডি কার্ড, ও মোবাইল ফোনসহ বেশ কিছু সামগ্রী জব্দ করা হয়েছে।
রাঙামাটি কতোয়ালী থানার উপপরিদর্শক নয়ন চক্রবর্তী জানান, আটককৃত সম্ভু লাল চাকমা বর্তমানে পুলিশ হেফাজতে আছে। অবৈধ অস্ত্র রাখার দায়ে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরো বলেন পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে ভবিষ্যতেও যৌথবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম রাঙ্গামাটি রাঙ্গামাটি সদর