| |
               

মূল পাতা রাজনীতি সিন্ডিকেটের যোগসাজশে নিত্যপণ্যের দাম বেড়েছে : বিপিপি


সিন্ডিকেটের যোগসাজশে নিত্যপণ্যের দাম বেড়েছে : বিপিপি


রহমত ডেস্ক     12 March, 2022     05:47 PM    


বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপির চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারী বলেছেন, ক্ষমতাসীন দলের কিছু সংখ্যক নেতা আর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের যোগসাজশে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটা হচ্ছে। নিরপেক্ষ নির্বাচনে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে সুশাসনের পাশাপাশি নিত্যপণ্যের দামও মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আসবে। মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু, টিসিবির কার্যক্রম জোরদার করা, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দেওয়া ও মজুতদার-মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানান তিনি।

আজ (১২ মার্চ)  শনিবার দুপুরে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে মওলানা ভাসানীর পুত্রবধূ পারভীন নাসের খান ভাসানী, এনপিপির প্রয়াত চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলুর স্ত্রী তাসলিমা নাজনীন, আবুল হাসান মনোয়ারসহ ২৫/৩০ জন নেতাকর্মী চেয়ারম্যান বাবুল সরদার চাখারীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিপিপিতে যোগ দেন। বিপিপির মহাসচিব আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পারভীন নাসের খান ভাসানী, তাসলিমা নাজনীন, বিপিপির কো-চেয়ারম্যান রফিকুল ইসলাম খান রনো, প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান লিটন, ফিরোজ মাহমুদ মঙ্গল, নাজমা আক্তার প্রমুখ।