| |
               

মূল পাতা আন্তর্জাতিক মার্কিন যুদ্ধবিমানে চীনের পতাকা লাগিয়ে রাশিয়া আক্রমণের বুদ্ধি দিলেন ট্রাম্প


মার্কিন যুদ্ধবিমানে চীনের পতাকা লাগিয়ে রাশিয়া আক্রমণের বুদ্ধি দিলেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক     07 March, 2022     09:03 AM    


যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানে চীনের পতাকা টানিয়ে রাশিয়ায় আক্রমণের বুদ্ধি দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমাদের এই মুহূর্তে উচিত এফ-২২ যুদ্ধ বিমানে চীনের পতাকা টানিয়ে রাশিয়ায় অনবরত বোমা হামলা করা এবং পরে বলতে হবে চীনারা এটা করেছে। তারপর এই দুই দেশ নিজেদের মধ্যে যুদ্ধ করবে, আমরা সেটা উপভোগ করব।

রোববার (৬ মার্চ) ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। শীর্ষ রিপাবলিকান দাতাদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে ট্রাম্প এসব কথা বলেন। তার এই কথা শুনে উপস্থিত দর্শকরা হাসিতে ফেটে পড়ে অনবরত তালি দিতে থাকে।

ন্যাটোকে ‘কাগজের বাঘ’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, কোনো দেশই যুদ্ধের সময় বলে না যে তারা অপরাধ করছে। এটা মানবতার জন্য হুমকি। তাদেরকে থামাতে হয়। কিন্তু ন্যাটো তা করছে না।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে অনবরত যুদ্ধ চলমান রয়েছে।