| |
               

মূল পাতা সারাদেশ সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়নও অব্যাহত থাকবে


ফাইল ছবি

সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়নও অব্যাহত থাকবে


রহমত ডেস্ক     06 March, 2022     12:27 PM    


ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাও অব্যাহত থাকবে। সেজন্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের কাছে বর্তমান সরকারের উন্নয়ন সাফল্য তুলে ধরতে হবে। নিজেদের মধ্যকার বিভেদ-বিভক্তির কারণে কোনো কোনো সময় আমাদের কার্যক্রম বাধাগ্রস্থ হয়েছে। 

শনিবার (৫ ফেব্রুয়ারি) জামালপুরের ইসলামপুর উপজেলার ডিগ্রিরচর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ ১২নং চর গোয়ালিনী ইউনিয়ন শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আ’লীগ ইসলামপুর উপজেলার ১২নং চর গোয়ালিনী ইউনিয়ন শাখার সভাপতি মো. নূরভক্ত মোল্লা দুদুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিমের সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, ইসলামপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুস সালাম, জামালপুর জেলা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক লাল মিয়া, চর গোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল্লাহ সরকার প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে সাংগঠনিক শক্তিকে কাজে লাগাতে হবে। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় নির্বাচনে নিজেদের মধ্যকার বিভেদ ভুলে কাজ করে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর হাত ধরে এদেশের স্বাধীনতা এসেছে। তাই দেশের মানুষের সার্বিক উন্নতি ও অগ্রগতির বিষয়ে বঙ্গবন্ধুর গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ জামালপুর ইসলামপুর