রহমত ডেস্ক 02 March, 2022 07:48 AM
নড়াইলে বেপরোয়া গতির বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২ মার্চ) বিকেলে যশোর-কালনা মহাসড়েক নড়াইল সদর উপজেলার বুড়িখালী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও নয়জন গুরুতর আহত হয়েছেন।
হতাহতরা সবাই মাহেদ্রর যাত্রী। আহতদের নড়াইল সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।
পুলিশ জানায়, যশোর অভয়নগর উপজেলার সমসপুর গ্রামের নারী, পুরুষ ও শিশুসহ ১১যাত্রী মাহেন্দ্র করে নড়াইলের জয়পুরে ‘তারক গুসাই’র বাৎসরিক মেলায় যাচ্ছিল। পথিমধ্যে নড়াইল সদর উপজেলার বুড়িখালী বাসস্ট্যান্ডে তাদের বিপরীত দিকে থেকে আসা নড়াইল-মাওয়া রুটের বেপরোয়াগতির খানজাহান আলী পরিবহনের ঢাকা মেট্রো ব ১৪- ১৯০৬ যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে গিয়ে সেটির চালকসহ সকল যাত্রী মারাত্মক আহত হয়।
পুলিশ আরও জানায়, স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে মিনা রানী ও মমতা নামে দুই নারীর মৃত্যু হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়।
বাসটিকে আটকাতে পারলেও চালক-হেলপার পালিয়েছে বলেও জানায় পুলিশ।