| |
               

মূল পাতা সারাদেশ প্রতিটি সড়ক দূর্ঘটনা সচেতনতার অভাবে ঘটে : আসাদুজ্জামান নূর


প্রতিটি সড়ক দূর্ঘটনা সচেতনতার অভাবে ঘটে : আসাদুজ্জামান নূর


রহমত ডেস্ক     27 February, 2022     10:20 PM    


সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি রোধে হেলমেট ব্যবহারের আহবান জানিয়ে নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেছেন, প্রতিটি সড়ক দূর্ঘটনা ঘটে সচেতনতার অভাবে। ট্রাফিক আইন জানার ক্ষেত্রে আমাদের যেমন ঘাটতি আছে, তেমনি আমাদের দায়িত্ব বোধেরও অভাব আছে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠন ভিশন-২০২১ এর ‘হেলমেট পড়ি নিরাপদে পথ চলি’ শিরোনামে সপ্তাহব্যাপী আয়োজিত কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহবান জানান। এসময় জনসচেতনতায় সড়কে প্রচারণায় নামেন তিনি। শেষে সংগঠনটির কর্মীরা মোটরসাইকেল দুর্ঘটনা রোধে হেলমেট পরিধান ও সচেতনতায় লিফলেট বিতরণ করেন। কর্মসূচিতে জেলার প্রত্যেকটি সড়কে সংগঠনের কর্মীরা মোটরসাইকেল চালকদের শতভাগ হেলমেট পরিধান নিশ্চিত করণের পাশাপাশি ট্রাফিক আইনের প্রচারপত্র বিতরণ করবে।

আসাদুজ্জামান নূর বলেন, সড়কে উশৃঙ্খলভাবে মোটরসাইকেল চলতে আমরা প্রায় দেখি। পুলিশ তাদের সচেতন করলেও তারা আইন মানতে চান না। দেশের ট্রাফিক আইন জানতে হবে এবং মানতে হবে। তবেই দুর্ঘটনা থেকে নিজের জীবন রক্ষা পাবে। দূর্ঘটনায় প্রতিটি মৃত্যুই অত্যন্ত বেদনাদায়ক। পরিবার, সমাজ ও দেশের জন্য বড় ক্ষতির দিক। নীলফামারীতে সম্প্রতি মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত স্কুল ছাত্র নয়ন রায় যে পরিবারের সন্তান, আজ ওই পরিবারের প্রত্যেকটি মানুষ তার শূণ্যতা অনুভব করছেন। সড়কে ব্যাটারি চালিত ইজিবাইক, রিকশা ও ভ্যানচালকরা প্রশিক্ষত নন। পৌরসভা ব্যাটারী চালিত এসব যানের লাইসেন্স দিয়েই থেমে থাকলে হবে না, প্রত্যেকের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

ভিশন-২০২১ এর প্রধান সমন্বয়কারী ওয়াদুদ রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, চয়ন চন্দ্র রায় প্রমুখ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রংপুর নীলফামারী নীলফামারী সদর