রহমত ডেস্ক 27 February, 2022 08:17 AM
‘গুরুতর’ অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমইচ) ক্রিটিকাল কেয়ার ইউনিট(সিসিইউতে) চিকিৎসাধীন আছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) তার জামাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মাদ আলী জানিয়েছেন, তিনি (সাহাবুদ্দীন আহমদ) খুব ভালো অবস্থায় নেই। এখনও তাকে সিসিইউ-তে রাখা হয়েছে। আগামী পরশুদিন (সোমবার) ডাক্তাররা একটি মেডিকেল বোর্ড বসাবেন।
সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে, তাকে এখানেই চিকিৎসা দেওয়া হবে, নাকি বাড়িতে নিয়ে যাওয়া হবে। ১০ দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।
উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন। এরপর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাঁকে রাষ্ট্রপতি করা হয়। ২০০১ সালের ১৪ নভেম্বর তিনি রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে ২০১৮ সালে ৮০ বছর বয়সে মারা যান সাহাবুদ্দীন আহমদের স্ত্রী আনোয়ারা আহমদ।