| |
               

মূল পাতা আন্তর্জাতিক চতুর্থ দিনেও ইউক্রেনের ওপর রুশ হামলা অব্যাহত


চতুর্থ দিনেও ইউক্রেনের ওপর রুশ হামলা অব্যাহত


আন্তর্জাতিক ডেস্ক     27 February, 2022     07:29 AM    


সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হামলার তীব্রতা। রুশ ক্ষেপণাস্ত্র–ট্যাঙ্ক–গুলির সামনে লড়ছে ইউক্রেন। টানা চতুর্থ দিনেও ইউক্রেনের ওপর রুশ বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। লড়াইয়ে এ পর্যন্ত ১৯৮ জন ইউক্রেনীয় মারা গেছে বলে দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের রাজধানী কিয়েভের ভেতরে রুশ বাহিনী সক্রিয় হয়েছে এমন শঙ্কায় রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জারি করা হয়েছে কারফিউ।

এদিকে, সংঘাত বন্ধে আলোচনার পথ খোলা রয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রাজধানী কিয়েভ, দক্ষিণে ওডেসা আর উত্তর পূর্বে খারকিভে তার বাহিনী রুশ সৈন্যদের সাথে লড়াই অব্যাহত রেখেছে।

তবে রাশিয়া বলছে, তারা দক্ষিণের গুরুত্বপূর্ণ মেলিতোপোল শহর দখলে নিয়েছে। এদিকে রাশিয়ার হামলা মোকাবিলায় ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স, জার্মানি।