রহমত ডেস্ক 24 February, 2022 09:47 AM
সাভারে এক কিশোরী ধর্ষণের অভিযোগে সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সাভার মডেল থানায় ওই কিশোরীর মা বাদি হয়ে সোহেল রানাকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম।
পুলিশ জানায়, সাভারের ইমান্দিপুর এলাকার চৌদ্দ বছরের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত কয়েকমাস ধরে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে আসছিলেন সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা। পরে ওই কিশোরী সোহেল রানাকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করার বিষয়টি অস্বীকার করে।
এমন অবস্থায় বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানায় উপস্থিত হয়ে ওই কিশোরীর মা রানী বেগম বাদী হয়ে সোহেল রানাকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এদিকে মামলা হওয়ার পরেই সোহেল রানা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে গেছেন বলে জানিয়েছেন পুলিশ। এলাকাবাসী অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার কঠোর শাস্তি দাবি করেছেন।
ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চলছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার এস আই শহিদুল ইসলাম।
ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কবির।